বাংলা৭১নিউজ,ঢাকা: কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া অভিযোগ উঠেছে। ঢাকা-১৪ আসনের ১৬৩টি কেন্দ্রের ৬৬টি থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়ার এমন অভিযোগ পাওয়া গেছে।
এ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এস এ সিদ্দিক সাজুর প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইদুল ইসলাম সাইদুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর-শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে টানা দুই মেয়াদের সাংসদ আওয়ামী লীগ নেতা আসলামুল হক আসলাম।
অপরদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির প্রভাবশালী নেতা এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজু।
সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তিনশ’ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
বাংলা৭১নিউজ/এসএম