ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডভোকেট শাহ ইলিয়াস রতন এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান।
বার অ্যাসোসিয়েশনটির ২০২১-২২ মেয়াদে বার্ষিক নির্বাচনে সর্বদলীয় আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সর্বদলীয় আইনজীবী ঐক্য প্যানেল ১৩টি পদ এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ৪টি পদে বিজয়ী হয়েছে।
সর্বদলীয় আইনজীবী ঐক্য প্যানেলের অন্যান্য প্রাপ্তপদ হচ্ছে সিনিয়র সহ-সভাপতি- সৈয়দ আব্দুল আজিজ, সহ-সভাপতি- শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ- মো. আল মামুন হাওলাদার, সহসাধারণ সম্পাদক- কে. এম. আবু কায়ছার, পাঠাগার সম্পাদক – মোছাম্মৎ আয়েশা ছিদ্দিকা, সাংস্কৃতিক সম্পাদক- নুর জাহান, নির্বাহী সদস্য- মো. খলিলুর রহমান তপাদার, মো. খোরশেদ আলম, আয়েশা বেগম, মো. হেলাল উদ্দিন ও মো. তাজুল ইসলাম।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে প্রাপ্তপদ হচ্ছে দপ্তর সম্পাদক মো. নাহারুল ইসলাম, নির্বাহী সদস্য মো. মশিহুর রহমান সেলিম, মো. মানিকুর রহমান ও মো. সহিদ হোসেন ঢালী।
গত ৩১ জানুয়ারি দিনব্যাপী ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশীষ কুমার দাস।
বাংলা৭১নিউজ/এবি