মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জিডিপিতে পর্যটন শিল্পের অবদান প্রায় ৪ শতাংশ ভারতে পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ৮৭ লিবিয়ায় ২ ভাইকে জি‌ম্মি, মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার ২ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজের রোষানলে পাঁচমাসে ৬১১ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: সংসদে পরিবেশমন্ত্রী মেয়ের পরকীয়ার জেরে খুন হন সাবেক এমপির স্ত্রী, ১৩ বছর পর রহস্য ভেদ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা উন্নয়ন প্রকল্পে এডিবির বিনিয়োগ ২২ হাজার কোটি টাকা নেত্রকোনায় সব নদ-নদীর পানি বাড়ছে গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ কুয়েতে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৫০ প্রবাসী গ্রেপ্তার মতিউর ও স্ত্রী-সন্তান‌দের সম্প‌দের হিসাব চেয়ে নো‌টিস শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত আনন শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক রোহিঙ্গাদের জন্য ১.৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স অবশেষে ব্যয়যোগ্য রিজার্ভের তথ্য জানালো কেন্দ্রীয় ব্যাংক প্রত্যয় স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী সৌদি গমনেচ্ছুদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে যৌথ টাস্কফোর্স কোটা বাতিলের দাবিতে শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা টেস্টে নেই সাকিব, সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে, ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না সাকিব। বাঁ পায়ের ঊরুর চোট নিয়ে স্বাভাবিক হাঁটা-চলা করলেও অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না তারা। এজন্য তাকে ছাড়া পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ দল। এদিকে ক্যারিবীয় কোচ বলেছেন, তার অনুপস্থিতির কথা ভেবে সবকিছু সহজভাবে নিতে পারি না। আমাদের জন্য কাজটা মোটেও সহজ হবে না।

দলের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরে হোটেলে ওঠেননি সাকিব আল হাসান। তখন থেকেই আলোচনার শুরু, বাঁহাতি অলরাউন্ডারকে কি তাহলে ঢাকা টেস্টে পাওয়া যাবে না? যদি দলের পরিকল্পনায় থাকতেন তাহলে জৈব সুরক্ষা বলয় ভেঙে বাসায় যেতে পারতেন না। এরপর বিকেলে বিসিবি থেকে আসলো দুঃসংবাদ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সাকিবের বাঁ পায়ের ঊরুতে টান পড়ে। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে চোট পান বাঁহাতি স্পিনার। এরপর বোলিং চালিয়ে গেলেও মোটেও ফিট ছিলেন না। তার আগে দারুণ ব্যাটিংয়ে ৬৮ রান করেছিলেন তিনি। উইন্ডিজের ইনিংসের বিপক্ষে ষষ্ঠ ওভার শেষ করে মাঠ থেকে উঠে যান সাকিব। এর আগে ৬ ওভারে দেন ১৬ রান।  

বিসিবি বলেছে, ‘চট্টগ্রামে ম্যাচের দ্বিতীয় দিন বাঁ উরুতে চোটে পড়ার পর থেকে সাকিবকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করে তাকে দ্বিতীয় টেস্টে রাখা হচ্ছে না।’

এদিকে সোমবার রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যারিবীয় কোচ ফিল সিমন্স বলেছেন, ‘তার (সাকিব) না থাকা আমাদের সুবিধা দেবে না। হ্যাঁ! তাদের অনেকজন স্পিনার আছে যারা এখানে স্পিন করতে পারে। তারা নিশ্চিতভাবেই কাউকে খুঁজে নেবে, যে সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘তারা হয়তো সাকিবের মতো ভালো হবে না। তবে একটা টেস্টের জন্য যথেষ্ঠ ভালোই হবে। আমরা তার অনুপস্থিতির কথা ভেবে সবকিছু সহজভাবে নিতে পারি না। আমাদের জন্য কাজটা মোটেও সহজ হবে না।’

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com