বাংলা৭১নিউজ, ঢাকা : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মৌসুমে ৪০১ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।
আজ সকালে এই ফ্লাইটটি ঢাকা ছেড়েছে।
নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চট্টগ্রাম ও সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।
বাংলা৭১নিউজ/সিএইস