বাংলা৭১নিউজ, ঢাকা : বিপিএলে আজ দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। আর দ্বিতীয় ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।
দুপুর ১টায় শুরু হবে ঢাকা ও রাজশাহীর মধ্যকার ম্যাচটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
৬ ম্যাচের ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। অন্যদিকে ৫ ম্যাচের মাত্র ১টিতে জিতে পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে রাজশাহী কিংস।
আজ ঢাকা জয় পেলে খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিতে পারবে। তার আগে চলুন দেখে নিই কেমন হতে পারে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ।
রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ :
১. মমিনুল হক
২. রাকিবুল হাসান
৩. সাব্বির রহমান
৪. উমর আকমল
৫. সামিত প্যাটেল
৬. ড্যারেন স্যামি
৭. নুরুল হাসান
৮. আবুল হাসান
৯. কেসরিক উইলিয়ামস
১০. মেহেদী হাসান মিরাজ
১১. ফরহাদ রেজা।
ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশ :
১. মেহেদী মারুফ
২. কুমার সাঙ্গাকারা
৩. নাসির হোসেন
৪. মোসাদ্দেক হোসেন
৫. সাকিব আল হাসান
৬. ডোয়াইন ব্রাভো
৭. সেকুজি প্রসন্ন
৮. ম্যাট কোলস
৯. আলাউদ্দিন বাবু
১০. সানজামুল ইসলাম
১১. মোহাম্মদ শহীদ।
বাংলা৭১নিউজ/এন