বাংলা৭১নিউজ, ঢাকা: দুদিনের সফরে ঢাকায় এসেছেন কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ডেভিড ড্রেক। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করার জন্যই তার এ সফর।
মূলত বিশ্বজুড়ে কানাডার কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, পর্যালোচনা, মূল্যায়ন ও নিরাপত্তা নিশ্চিত করে থাকেন ডেভিড ড্রেক।
বুধবার ঢাকা এসেই তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর পর বিকালে বৈঠক করেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে ঢাকায় কানাডীয় হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) মিজানুর রহমান ও আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
আজ ঢাকায় হাইকমিশনের কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ডেভিড ড্রেক। শুক্রবার তার ঢাকা ছাড়ার কথা।
গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানান ডেভিড ড্রেক। এ সময় কানাডা বাংলাদেশের পাশে আছে বলে আশ্বস্ত করে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা দিতে দেশটি প্রস্তুত বলেও জানান তিনি।
বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে ডেভিড ড্রেক বলেন, ‘ঢাকায় কূটনীতিকদের পরিবারের নিরাপত্তার স্বার্থে অথরাইজড ডিপারচারসহ যে নির্দেশনাগুলো দেয়া হচ্ছে, সেগুলো সাময়িক। এটি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু নয়। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরো দেশে একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।’
বাংলা৭১নিউজ/সিএইস