রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ডে প্রজাপতি পরিবহনের বাসের চাপায় পরিস্থান পরিবহনের বাসের সহকারী (হেলপার) মো. জিসান (১৭) নিহত হয়েছেন।
রোববার (৬ আগস্ট) সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিসানের সহকর্মী মো. আমজাদ জানান, মিরপুর-১ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন পরিস্থান পরিবহনের বাসের সহকারী জিসান। এ সময় প্রজাপতি পরিবহনের একটি বাস উল্টো দিক থেকে এসে জিসানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত জিসান ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জয়া গ্রামের মোহাম্মদ মনির হোসেনের সন্তান। কর্মসূত্রে রাজধানীর শেওড়াপাড়ায় বসবাস করতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ