শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সিলেটে বন্যা, এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয় কাটছে না! পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী দাবার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান

রাজধানীর ফুটপাত বিক্রি-লিজ দিচ্ছেন কারা জানতে চান হাইকোর্ট

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানির পর আজ সোমবার রুলসহ এই আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল আকন্দের বেঞ্চ।

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), যুগ্ম পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ ঢাকার ১৫টি থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ঢাকার ফুটপাত দখল করে আর যেন স্থায়ী-অস্থায়ী দোকান বা স্থাপনা বসাতে না পারে, সে ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রাজধানী ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়া বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তা বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ব্যবস্থা নেওয়ার নির্দেশের পাশাপাশি ঢাকার ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও তালিকা করতে উচ্চপদস্থ কর্মকর্তাদের দিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। ‘

তিনি আরো বলেন, ‘ঢাকার দুই মেয়র, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশ দিয়েছেন আদালত।  আদালত বলে দিয়েছেন কমিটিতে দুই সিটি করপোরেশন, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে একজন করে উচ্চপদস্থ কর্মকর্তাকে দিয়ে এই কমিটি করতে। ‘

রাজধানীর ফুটপাতের পজেশন বিক্রি ও ভাড়া নৈরাজ্যের শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফুটপাত দখলে থাকায় সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। এতে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। তা ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব যাদের তারা সেই দায়িত্ব পালন করছে না। সে কারণে জনস্বার্থে রিট আবেদনটি করা হয় বলে জানান এই আইনজীবী।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com