রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর প্রস্তাব দিলেন ড. ইউনূস দেশি-বিদেশি প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ পরিবেশ তৈরি করবে বাপা ফুডপ্রো এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার ফ্রিজ আইন উপদেষ্টার সঙ্গে বিপিজেএ নেতাদের সাক্ষাৎ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ইডেন কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি সীমান্তে আরও ১০০ স্থানে বেড়া নির্মাণ করবে ভারত কুমিল্লায় নিহত সেই কর্মীর বাড়িতে জামায়াত আমির চার দিন পর বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না আমেরিকার হাসপাতালে বন্দুক হামলা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২ র‌্যাবের গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত: র‍্যাব ডিজি মোজাম্মেল ও তার সনদ নিয়ে যা বললেন মুক্তিযোদ্ধারা পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’ ১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত মানবাধিকার কমিশনকে দেওয়ার সুপারিশ

ড. ইউনূসকে নিয়ে অ্যালেক্স কাউন্টসের বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্ষুদ্রঋণের প্রসারে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য ভূমিকা নিয়ে গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টস লিখেছেন ‘স্মল লোনস, বিগ ড্রিমস’। 

এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রঋণের যে উদ্ভাবন ও বিকাশ ঘটেছে, তার ক্ল্যাসিক বিবরণ তুলে ধরেছেন অ্যালেক্স। 

বইটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। ক্ষুদ্রঋণ নিয়ে ব্যবসা শুরুর মধ্য দিয়ে একজন প্রান্তিক নারীর জীবন বদলানোর চিত্র তুলে এনেছেন তার লেখায়।

অ্যালেক্স কাউন্টস ২০০৮ সালে বইটি লেখেন। তবে এবারই প্রথমবারের মত এটির এশীয় সংস্করণ বের করা হয়।  ইউপিএল প্রকাশনী বইটি বাজারে এনেছে। তাদের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

ইউপিএল প্রকাশনীর পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যালেক্স কাউন্টসের লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণ প্রথমবারে মত বইমেলায় আনা হয়েছে।

এছাড়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লেখা তিনটি বই, ড. ইউনূস সম্পাদিত একটি বই এবং এ্যালেক্স কাউন্টসের লেখা অন্য আরেকটি বই-‘মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন’ ইউপিএল-এর স্টলে পাওয়া যাচ্ছে। অবশ্য এসব বই ইউপিএল কয়েকবছর আগেই বইমেলায় নিয়ে এসেছে।

‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণে এ্যালেক্স কাউন্টস ক্ষুদ্রঋণের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেখিয়েছেন কিভাবে অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে পরিবেশগত সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ ব্যাংক তার কর্মপদ্ধতি পরিবর্তন করেছে। তিনি গ্রামীণ মডেল নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং ইউনূসের অসাধারণ দৃষ্টিভঙ্গির দীর্ঘমেয়াদি প্রভাব ব্যাখ্যা করেছেন।

‘স্মল লোনস, বিগ ড্রিমস’ যার আভিধানিক বাংলা অর্থ ‘ক্ষুদ্র ঋণ, বড় স্বপ্ন’। এই বইয়ে লেখক আরও দেখিয়েছেন, ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক বৈষম্য কমাতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ এটি সুবিধাবঞ্চিত মানুষকে বৈশ্বিক অর্থনীতিতে সৃজনশীলভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়।

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় এ্যালেক্স কাউন্টস ১৯৯৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ২০১৬-১৭ সালে আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সিইও হিসেবে কাজ করেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, তিনি জন এফ. কেনেডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন।

গত কয়েক বছরের মত এবারও অধ্যাপক ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংক অথবা ক্ষুদ্রঋণের ওপর লেখা যে বইগুলো ইউপিএল স্টলে পাওয়া যাচ্ছে সেগুলো হলো—

১. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লেখা-‘ব্যাংকার টু দ্য পুওর: দ্য অটোগ্রাফি অব মুহাম্মদ ইউনূস, ফাউন্ডার অব দ্য গ্রামীণ ব্যাংক’।

২. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লেখা-‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস: দ্য নিউ ইকোনমিক অব জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো নেট কার্বন এমিশন’।

৩. ড. মুহাম্মদ ইউনূসের লেখা- ‘ব্লিডিং সোশ্যাল বিজনেস: দ্য নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউমিনেটিস মোস্ট প্রেসিং নিড’।

৪. এ্যালেক্স কাউন্টসের লেখা মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন।

৫. অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পাদিত ‘জরিমন এন্ড আদারস: ফেইসেস অব প্রভার্টি’।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com