মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে ব্যার্থ হলে নিলাম ডেকে তোলা হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: মোংলা বন্দর চ্যানেলের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় ডুবে যাওয়া ৭৭৫ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি বিলাস’ লাইটার কার্গো জাহাজের উদ্ধার কাজ সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০টা  পর্যন্তও শুরু হয়নি। আগামী ১৫দিনের মদ্যে কয়লাসহ লাইটার জাহাজটি উদ্ধারে ব্যর্থ হলে বন্দরের নিয়ম অনুযায়ী নিলাম ডেকে কয়লাসহ লাইটার জাহাজটি তোলা হবে।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ সকাল পোনে ১০টার দিকে জানান, কার্গোটি যে স্থানে ডুবে গেছে, সেখানে গতকাল দুপুরে ‘মার্কিং বয়া’ স্থাপন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ফলে মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজগুলো দুর্ঘটনাস্থল এড়িয়ে চলতে পারছে। বর্তমানে বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, কার্গো জাহাজটি ১৫দিনের মধ্যে উদ্ধারের জন্য মালিক পক্ষকে নিদের্শ দেওয়া হয়েছে। এদিকে, এই কার্গোডুবির ঘটনায় বন বিভাগ এক সদস্যের তদন্ত কমিটি গতকাল দুপুর থেকেই সরেজমিনে কাজ করছে।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার দুপুরে কয়লার মালিক পক্ষে চট্রগ্রামের সাহারা এন্টারপ্রাইজের অপারেশন ম্যানেজার লালন হাওলাদার মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি দাবি করেছেন, দুর্ঘটনায় কোম্পানির ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। একই সঙ্গে ডুবে যাওয়া লাইটার কার্গোর মাস্টার ফরিদ মিয়া দুর্ঘটনার কারণ উল্লেখ করে মোংলা থানায় অপর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদ হাসান জানান, বঙ্গোপসাগরের দিকে কয়লা বোঝাই এই লাইটার কার্গো জাহাজডুবির ঘটনায় সুন্দরবনের কী পরিমাণ ক্ষতি হবে তা নিরূপণ করতে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবিরকে সরেজমিন তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুর থেকেই তদন্ত কমিটি সরেজমিনে কাজ শুরু করেছে। সকাল সোয়া ১০টার দিকে (ডিএফও) মো. মাহমুদ হাসান আরো জানান, ঘটনা সরেজমিন নিরুপনের জন্য আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। পথে আছি।

ঢাকার ইস্টার্ন ক্যারিয়ার নেভিগেশনের মালিক মো. সোহেল আহম্মদ জানান, ডুবে যাওয়া লাইটার কার্গো ‘এমভি বিলাস’কে দ্রুত বন্দরের পশুর চ্যানেল থেকে কয়লাসহ উদ্ধারের জন্য সকল ব্যবস্থা চুরান্ত। বর্তমানে সাগরে জোয়ার ও প্রবল ¯্রােত তাই কাজ শুরু করা যাচ্ছেনা। ভাাটি আসলেই কাজ শুরু হবে।

প্রসঙ্গত, সুন্দরবনের হারবাড়িয়া এলাকার ৬ নম্বর অ্যাকরেজে থাকা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি অভজারভার’ ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে। জাহাজটি থেকে রবিবার ভোরে কয়লা নেওয়া হয় ঢাকার ইস্টার্ন ক্যারিয়ার নেভিগেশনের মো. সোহেল আহম্মদের ‘এমভি বিলাস’ কার্গো জাহাজে। খুলনার দুলাল এন্টারপ্রাইজের জন্য ইট ভাটা ও সিরামিক কারখানাগুলোর জন্য আমদানি করা কয়লা নিয়ে তা রাজধানীর মিরপুরের উদ্দেশে রওনা দেয়। কিছু দূর এগোলেই ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে এটি ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা সাত কর্মচারী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com