সোমবার, ১৭ জুন ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’ ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার বরিশালে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ডিইউজে নির্বাচন: গণি-শহিদ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ (বিএনপি-জামায়াতপন্থীদের) দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ গনি-শহিদ পরিষদ সকল পদে জয়ী হয়েছে। দৈনিক আমার দেশের কাদের গণি চৌধুরী সভাপতি ও দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৬৩৯ জন।

সভাপতি পদে কাদের গণি চৌধুরী ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৩৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম ৬০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশীদ আলম পেয়েছেন ৩৭৬টি।

অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন- সহসভাপতি আনোয়ারুল কবির বুলু, বাছির জামাল, শাহীন হাসনাত।

যুগ্ম-সাধারণ সম্পাদক এরফানুল হক রানা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম। আর সদস্য পদে যথাক্রমে আটজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- খন্দকার হাসনাত করিম পিন্টু, রফিক মুহাম্মদ, এইচ এম আল-আমিন, সৈয়দ আলী আসফার, শহীদুল ইসলাম, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজী তাজিম উদ্দিন ও রফিক লিটন।

সভাপতি, সম্পাদকসহ ২০টি পদ থাকলেও কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ আনোয়ারুল হক, জনকল্যাণ সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন ও দফতর সম্পাদক পদে শাহজাহান সাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

১৭টি পদে নির্বাচন হয়। পদগুলো হচ্ছে- সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং ৮ জন নির্বাহী সদস্য পদে।

২টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্যানেল ২টি ছিল- দৈনিক আমার দেশের কাদের গণি চৌধুরী ও দৈনিক সংগ্রামের শহিদুল ইসলামের ‘গণি-শহিদ পরিষদ’ এবং দৈনিক নয়া দিগন্তের মুহাম্মদ বাকের হোসাইন ও দৈনিক অর্থনীতি প্রতিদিনের খুরশীদ আলমের ‘বাকের-খুরশীদ পরিষদ’।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে জাহাঙ্গীর আলম প্রধান এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com