বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

ডিইউজে নির্বাচন: গণি-শহিদ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল জয়ী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ৩৬০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ (বিএনপি-জামায়াতপন্থীদের) দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৭ গনি-শহিদ পরিষদ সকল পদে জয়ী হয়েছে। দৈনিক আমার দেশের কাদের গণি চৌধুরী সভাপতি ও দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন।

এর আগে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৬৩৯ জন।

সভাপতি পদে কাদের গণি চৌধুরী ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৩৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম ৬০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশীদ আলম পেয়েছেন ৩৭৬টি।

অন্যান্য পদে যারা বিজয়ী হয়েছেন- সহসভাপতি আনোয়ারুল কবির বুলু, বাছির জামাল, শাহীন হাসনাত।

যুগ্ম-সাধারণ সম্পাদক এরফানুল হক রানা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম। আর সদস্য পদে যথাক্রমে আটজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- খন্দকার হাসনাত করিম পিন্টু, রফিক মুহাম্মদ, এইচ এম আল-আমিন, সৈয়দ আলী আসফার, শহীদুল ইসলাম, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজী তাজিম উদ্দিন ও রফিক লিটন।

সভাপতি, সম্পাদকসহ ২০টি পদ থাকলেও কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ আনোয়ারুল হক, জনকল্যাণ সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন ও দফতর সম্পাদক পদে শাহজাহান সাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

১৭টি পদে নির্বাচন হয়। পদগুলো হচ্ছে- সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং ৮ জন নির্বাহী সদস্য পদে।

২টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্যানেল ২টি ছিল- দৈনিক আমার দেশের কাদের গণি চৌধুরী ও দৈনিক সংগ্রামের শহিদুল ইসলামের ‘গণি-শহিদ পরিষদ’ এবং দৈনিক নয়া দিগন্তের মুহাম্মদ বাকের হোসাইন ও দৈনিক অর্থনীতি প্রতিদিনের খুরশীদ আলমের ‘বাকের-খুরশীদ পরিষদ’।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে জাহাঙ্গীর আলম প্রধান এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com