শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিআরইউ পারিবারিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭
  • ১৭২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দ্বিতীয়বারের মতো আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৭’ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ইনডোর গেমসের উদ্বোধন করা হয়েছে। ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরেন শিকদার বলেন, অতীতের মতো ডিআরইউর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এবারের আয়োজনটি সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। ডিআরইউ আয়োজিত সব ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে তিনি ভবিষ্যতেও সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, এবছর আমরা দ্বিতীয়বারের মতো সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব, মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট ও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। এবার আমরা প্রথমবারের মতো মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি।

সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, ডিআরইউর সফল ক্রীড়া সম্পাদকের নেতৃত্বে আমরা বেশ কয়েকটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতে ডিআরইউর ক্রীড়া কার্যক্রমে একটি ভিন্নমাত্রা যোগ করতে চাই।

ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই আমার চিন্তা-ভাবনা ছিল ডিআরইউর ক্রীড়া কার্যক্রমে নতুন কিছুর সংযোজন। সেই পরিকল্পনা থেকেই আমি সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব, মিডিয়া কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট ও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। সংগঠনের সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় ইতিমধ্যে প্রতিটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সে ধারাবাহিকতারই একটি অংশ।

তিনি আরো বলেন, প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি মিডিয়া কাপ ভলিবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্ট সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।

এবার দ্বিতীয়বারের মতো সদস্যদের স্ত্রী এবং নারী সদস্যদের স্বামী ও সন্তানদের নিয়ে সাঁতার, ১০০, ২০০ মিটার দৌড় ও পিলো পাস প্রতিযোগিতার আয়োজন করা হয়। পিলো পাসে সদস্যদের ৩৭ জন স্ত্রী, ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সদস্যদের ৩৯ জন স্ত্রী এবং নারী সদস্যদের স্বামীরা সাঁতার ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এছাড়াও ১০০ ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সদস্যদের ৬৭ জন সন্তান অংশগ্রহণ করে।

সদস্য সন্তানদের খ-গ্রুপ (মেয়ে, ছোট) ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মনির হোসেনের মেয়ে- লামিয়া আক্তার আয়েশা, দ্বিতীয় হয়েছেন- ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ সংবাদদাতা আজিজুর রহমান রিপনের মেয়ে- রাইসা রহমান ও তৃতীয় হয়েছেন- ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাইদ আব্দুল মালিকের মেয়ে- সমিতা জাহান প্রভা।

সদস্য সন্তানদের ক-গ্রুপ (মেয়ে, বড়) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে- এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমানের মেয়ে- প্রীতমা মাধূর্য প্রভা, দ্বিতীয় হয়েছেন- নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীনের মেয়ে- অহনা আনজুম ও তৃতীয় হয়েছেন- ইনকিলাবের সিনিয়র রিপোর্টার সৈয়দা কানিজ আফরিন আলমের মেয়ে- আসমিতা ইসলাম।

সদস্য সন্তানদের ক-গ্রুপ (ছেলে,বড়) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে- শাহনেওয়াজ দুলালের ছেলে- রায়ান নেওয়াজ; দ্বিতীয় হয়েছেন- চ্যানেল আইয়ের সহকারী সম্পাদক মো. জাহিদুজ্জামানের ছেলে- সুভেনির জাহিদ ও তৃতীয় হয়েছেন- বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এমরান হোসেন শেখ এর ছেলে- মুশফিকুর রহমান শুভ্র।

সদস্য সন্তানদের খ-গ্রুপ (ছোট, মেয়ে) সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে- ইনকিলাবের সিনিয়র রিপোর্টার সৈয়দা কানিজ আফরিন আলমের মেয়ে- আসমিতা ইসলাম, দ্বিতীয় হয়েছেন- দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আবু বকর এর মেয়ে- আনিসা আনজুম ও তৃতীয় হয়েছেন- ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার আজিজুর রহমান রিপনের মেয়ে- রাইসা রহমান।

সদস্য সন্তানদের খ-গ্রুপ (ছোট, ছেলে) সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে- অর্থনীতি প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মো. কামরুজ্জামান কাজলের ছেলে- আহনাফ হাবীব দ্বিতীয় হয়েছেন- দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর ছেলে- গালিব বিন তৌহিদ ও তৃতীয় হয়েছেন- বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এমরারন হোসেন শেখ এর ছেলে- মুশফিকুর রহমান শুভ্র।

সদস্য সন্তানদের ক-গ্রুপ (মেয়ে,বড়) সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছে- নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীনের মেয়ে- অহনা আনজুম, দ্বিতীয় হয়েছেন- এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমানের মেয়ে- প্রীতমা মাধূর্য প্রভা ও তৃতীয় হয়েছে- বাসসের সিনিয়র রিপোর্টার মো. সৈয়দ সোহরাবের মেয়ে- সৈয়দা বিবি মরিয়ম সারাফ।

সদস্য স্ত্রীদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- ভোরের কাগজের প্রধান প্রতিবেদক আখতারুজ্জামান লাবলুর স্ত্রী- এরিনা সুলতানা শিল্পী, দ্বিতীয় হয়েছেন- দৈনিক কালবেলার বিশেষ সংবাদদাতা আবু বকরের স্ত্রী- আনোয়ারা পারভীন ও তৃতীয় হয়েছেন- ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ সংবাদদাতা আজিজুর রহমান রিপনের স্ত্রী- হাসিনা সুলতানা।

সদস্য স্ত্রীদের পিলো পাস প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ সংবাদদাতা আজিজুর রহমান রিপনের স্ত্রী- হাসিনা সুলতানা, দ্বিতীয় হয়েছেন- দৈনিক কালবেলার বিশেষ সংবাদদাতা আবু বকরের স্ত্রী- আনোয়ারা পারভীন ও তৃতীয় হয়েছেন- ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাইদ আব্দুল মালিকের স্ত্রী- বিলকিস আক্তার।

নারী সদস্যদের স্বামীদের সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পারভীন আখতারের স্বামী- এস এম রেজুয়ান হক, দ্বিতীয় হয়েছেন- মোহনা টিভির স্টাফ রিপোর্টার ফারহানা হক নীলার স্বামী- ইমরান হোসেন ও তৃতীয় হয়েছেন- মোহনা টিভির স্টাফ রিপোর্টার নাজনীন আক্তার লাকীর স্বামী- ইমরাদ তুষার।

IMG_8527

নারী সদস্যদের স্বামীদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার পারভীন আখতারের স্বামী- এস এম রেজুয়ান হক, দ্বিতীয় হয়েছেন- মোহনা টিভির স্টাফ রিপোর্টার ফারহানা হক নীলার স্বামী- ইমরান হোসেন ও তৃতীয় হয়েছেন- মোহনা টিভির স্টাফ রিপোর্টার নাজনীন আক্তার লাকীর স্বামী- ইমরাদ তুষার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিআরইউ অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন, নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব হাফিজ আল আসাদ (সাঈদ খান), কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সুমন ও মাইনুল হাসান সোহেল, ক্রীড়া উপ-কমিটির সদস্য কাজী শহীদুল আলম ও সাহাবউদ্দিন সাহাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com