ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের চেয়ারম্যান জনাব সায়েম আহমেদের সভাপতিত্বে ১২ জুন সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে শুভেচ্ছা জানান।
বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০২২ সালের জন্য ২৫% ডিভিডেন্ড (১৭.৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ৭.৫% স্টক ডিভিডেন্ড প্রতি শেয়ারে) প্রদানের অনুমোদন দেন।
৩১ ডিসেম্বর, ২০২২ ইং তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০২২ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন এবং ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন ও নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৫,৪৭৩.৬ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৫১৪,৩৯৯.৮ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৪১,০৭৩.৯ মিলিয়ন টাকা বা ৮.০%। ২০২২ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমান ৩৬৪,০০০.৮ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৩১৯,৪৪৮.১ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৩.৯%। ২০২২ সালে ব্যাংকের ডিপোজিট ৩৬,৬৩১.০ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮,১৩১.৩ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৪০১,৫০০.৩ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৯.১%।
ব্যাংক ২০২২ সালে ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ৮,৮৬৬.৬ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৮,১৩২.৭ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা অর্জন করে ৫,৬৬১.৭ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৫,৫৬১.১ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৮.১৪ টাকা যা ২০২১ সালে ছিল ৭.৯৯ টাকা । ইধংবষ ওওও অনুযায়ী ২০২২ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৫.৫৫% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২.৫০% থাকা বাঞ্ছনীয়।
সভা ব্যাংকের পরিচালক হিসেবে জনাব সায়েম আহমেদ এবং মিসেস সাদিয়া রাইয়ান আহমেদ এর পুনঃনিয়োগ অনুমোদন করে।
সভা ২০২৩ সালের জন্য কোম্পানীর নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস -এর নিয়োগ অনুমোদন করে।
বাংলা৭১নিউজ/এসএইচ