ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৩ সালের ব্যবস্থাপক সম্মেলন ২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৩ সালের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিন সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে ব্যাংকের ২৩৮টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ ও ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মো. শিরিন তার বক্তব্যে ২০২৩ সালের ব্যাংকের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বিগত বছরের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা-ব্যবস্থাপকগণ ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানান। যে সব শাখা-ব্যবস্থাপকগণ ২০২২ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি, তারা ২০২৩ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ