গাজীপুরের সালনা মোল্লাপাড়া এলাকায় ডাকাতদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রোববার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র মাহিউস চৌধুরী সুনান এবার এইচএসসি পাস করেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত তিনটার দিকে সালনার মোল্লাপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে বসত ঘরে প্রবেশ করে। এসময় তারা অস্ত্রের মুখে সুনানের মায়ের হাত-পা মুখ বেঁধে তার ঘরে প্রবেশ করে। পরে সুনানকেও হাত-পা বেঁধে ঘরের ভিতর লুট করতে চাইলে তিনি বাঁধা দেন।
এক পর্যায়ে ডাকাতরা সুনানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হচ্ছে। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ