চাঁপাইনবাবগঞ্জে রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ভটভটির ধাক্কায় তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকাল পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজীর মোড়ের রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ওই ভটভটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস