বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত দুই শিশু হলো টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার রবিউল আলমের শিশু সন্তান মেহেদী হাসান (৯) ও একই এলাকার মো. আলমের মেয়ে আলিফা (৫)।
আজ মঙ্গলবার (১০ মঙ্গলবার) ভোর ৬টার দিকে টেকনাফের পুরাতন পল্লানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান। পাহাড় ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পাহাড়ে বসবাসরতদের বারবার সতর্ক করার পরও নিজেদের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় অন্যদের সরিয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আহতদের মধ্যে গুরুতর দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বাংলা৭১নিউজ/এমকে