সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ শিশুদের পরিপূর্ণ বিকাশে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি শিশুর বিকাশের অন্তরায়গুলো চিহ্নিত করে সমাধানে বদ্ধপরিকর সরকার ৭ অক্টোবর বিশ্ব বসতি দিবসে সরকারের নানা কর্মসূচি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি প্রধান উপদেষ্টা নিয়ে বিতর্কিত পোস্ট, ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

টেকনাফে ডাকাত গ্রুপের দুই সদস্য গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের লেদা এলকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ডাকাত পুতিয়া গ্রুপের অন্যতম দু’জন সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত ইদ্রিসের ছেলে মো. রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মৃত জহিরের ছেলে মো. শফিক (৩০)।

বুধবার (২ মার্চ) সকালে র‍্যাব-১৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।

তিনি বলেন, “টেকনাফের হ্নীলা এবং মুচনী এলাকায় পুতিয়া ডাকাত গ্রুপ এক আতঙ্কের নাম। দীর্ঘদিন যাবৎ তারা খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে এই ডাকাত গ্রুপের সদস্যদের ধরতে উল্লেখিত এলাকায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তারই ধারাবাহিকতায় গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে যে, টেকনাফের লেদা বাজারের নিকটবর্তী সোলার প্যানেল বিদ্যুৎ কেন্দ্রের বিপরীত পাশে কিছু লোকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। সংবাদটি পাওয়ার পর র‍্যাব-১৫ রাত্রিকালীন পেট্রোল এবং আভিযানিক দল উক্ত এলাকা ঘেরাও করার চেষ্টা করে। ঐ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তিরা বস্তাসহ পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে রাত ২টার পর উল্লেখিত স্থান থেকে র‍্যাবের আভিযানিক দল দুজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন, গ্রেফতার রমিজ ও শফির দেহ ও বস্তা তল্লাশি করে ৬টি একনলা বন্দুক, ১টি থ্রি কোয়ার্টারগান, ১টি ওয়ানশুটারগান, ১৮রাউন্ড তাজা গুলি/কার্তুজ, ১টি ছোরা, ১টি লোহার শিকল, ডাকাতির কাজে ব্যবহৃত একই রংয়ের ৫টি-শার্ট ও ২টি নেমপ্লেট উদ্ধার করা হয়। 

জব্দকৃত অস্ত্রের উৎস এবং উক্ত স্থানে তাদের সংঘবদ্ধ হওয়ার কারণ জিজ্ঞাসা করলে গ্রেফতারকৃতরা আরও জানায়, তারা পুতিয়া ডাকাত গ্রুপের সদস্য।

এদিকে, গত ১৯ ফেব্রুয়ারি এ চক্রের অন্যতম সহযোগী খায়রুল আমিনকে বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ র‍্যাব-১৫ এর হাতে গ্রেফতার হওয়ায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে তাদের নিকট রক্ষিত অস্ত্রগুলো গোপন স্থানে লুকিয়ে রাখার উদ্দেশ্যে উক্ত স্থানে সমবেত হয়েছে বলে জানায় র‍্যাব-১৫ অধিনায়ক।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com