শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন যারা শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা ১১টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার সেপ্টেম্বরে গণপিটুনিতে ২৮ জনের মৃত্যু হিলিতে আগাম ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি মেহেরপুরে সড়কে গাছ ফেলে গণডাকাতি, যাত্রীদের মারধর অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে ব্যাপক বিস্ফোরণ হঠাৎ ‘রিসেট বাটন’ নিয়ে কেন এত আলোচনা? দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে: হাসনাত টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি মাসুদ বিশ্বাসের সম্পদের খোঁজে ১১ দেশে চিঠি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ডি-৮ শীর্ষ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরসা প্রধানসহ ৮ জনকে ধরিয়ে দিতে পোস্টার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ৮ জনকে ধরিয়ে দিতে ছবিযুক্ত পোস্টার লাগানো হয়েছে বলে বিষয়টি জানিয়েছে ক্যাম্প মাঝিরা।

প্রচারে সচেতন রোহিঙ্গা জনগোষ্ঠী বলে পোস্টারে বার্মিজ ভাষায় তাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি তাদের ধরিয়ে দিলে ৫ থেকে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয় এ পোস্টারে।

পোস্টারে থাকা ব্যক্তিরা হলেন- আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী, মাওলানা আকিজ, শামসু উদ্দিন, মৌলভী মোস্তাক আহমেদ, রহমত উল্লাহ মুসা, নুর কামাল ওরফে সমি উদ্দিন, মোস্তাক আহমেদ এবং ওস্তাদ খালেদ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে টেকনাফের দমমিয়া ন্যাচার পার্কসহ বিভিন্ন ক্যাম্পে এ ধরনের পোস্টার লাগানো হয়।

রোহিঙ্গাদের বরাতে জানা যায়,পোস্টারে বার্মিজ ভাষায় যা লেখা ছিল- ‘তারা সন্ত্রাসী। এ মানুষগুলোকে ধরিয়ে দেওয়ার আহ্বান। যদি কোনো ক্যাম্পে কেউ তাদের দেখতে পায় তাহলে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য বলা হলো। তাদের ক্যাম্পে কেউ দেখলে তথ্য দিয়ে সহায়তা করলে ৫ লাখ এবং ধরিয়ে দিলে ১০ লাখ টাকা দেওয়া হবে।

স্থানীয় ক্যাম্প মাঝি মো. আলম বলেন,  ক্যাম্পের বিভিন্ন ব্লকে ছবিতে আরসার সন্ত্রাসীদের অস্ত্রসহ পোস্টার দেখা যাচ্ছে। তবে তারা আরসা সন্ত্রাসী। তাদের নেতৃত্বে ক্যাম্পে মাদক, অপহরণ, হত্যা, চাদাঁবাজি ও গোলাগুলির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাদের কারণে ক্যাম্পে বাড়ছে অস্থিরতা। আমরাও চাই আরসার এ সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা ক্যাম্প মাঝিদের বরাত দিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টেকনাফ নেচার পার্ক ও ক্যাম্পের বিভিন্ন স্থানে আরসার প্রধানসহ ৮জনের নাম উল্লেখ করে ছবি সহ যে পোস্টার লাগানো হয়েছে তা আমরা প্রকাশ করিনি। তবে যাদের নিয়ে পোস্টার ছাপানো হয়েছে তারা সবাই আরসার সন্ত্রাসী। আমরা তাদের গ্রেফতার করার জন্য আগে থেকে অভিযান পরিচালনা করে আসছি। এই সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারলে তাদেরকে গ্রেফতার করা হবে বলে এ কর্মকর্তা জানান।

উল্লেখ্য, এর আগে ২১ জানুয়ারি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আরসার প্রধানসহ ২৮ জনের নাম ও ছবিসহ বিভিন্ন ক্যাম্পের ব্লকে ব্লকে এ ধরনের পোস্টার দেখতে পান সাধারণ রোহিঙ্গারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com