মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব

‘টু-স্টেটস’ খ্যাত অভিনেতা শিব কুমার মারা গেছেন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

টু স্টেটস খ্যাত বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন। রবিবার রাতে মুম্বাইতে তার মৃত্যু হয়েছে। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে। ছবিতে সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

অভিনেত্রী আয়েশা রাজা মিশ্র ফেসবুকে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করেছেন।

ভারতীয় গণামধ্যম জানায়, সোমবার সকালে শিব কুমার সুব্রহ্মণ্যমের মৃত্যু সংবাদ জানান অভিনেত্রী আয়েশা রাজা। তিনি লেখেন, ‘আর কী বলব আমার বন্ধু…শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’।

দুই মাস আগেই মৃত্যু হয়েছিল শিব কুমারের ছেলের। মাত্র ১৬ বছর বয়স হয়েছিল তাঁর। ব্রেন টিউমারে মৃত্যু হয়েছিল তাঁর। আর তার ঠিক দুমাস পরেই চলে গেলেন শিব কুমার নিজেই। অভিনেত্রী বীণা সারওয়ার লিখছেন, “শোকাহত এই খবর শুনে। খুবই দুঃখজনক। বিশেষ করে ওর আর দিব্যার ছেলের মৃত্যুর দু মাস পরেই ও চলে গেল। ১৬ বছরের জন্মদিনের দুই সপ্তাহ আগেই তাঁর ছেলে জাহানের ব্রেন টিউমরে মৃত্যু হয়। “

 ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবির জন্য ‘সেরা গল্প’ এবং ‘পারিন্দা’ ছবির জন্য ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ছবি পারিন্দা-র চিত্রনাট্য লিখে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রয়াত অভিনেতা। ১৯৪২: এ লাভ স্টোরি ছবিরও চিত্রনাট্য লিখে সুনাম অর্জন করেছিলেন তিনি। এছাড়াও তিনি হাজারো খোয়াইশে অ্যায়সি, অর্জুন পণ্ডিত, চামেলি, তিন পত্তি, ইস রাত কি সুভা নেহি ছবিরও চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

এর পরে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আলিয়া ভাট ও অর্জুন কাপুর অভিনীত ‘২ স্টেটস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও আছে নেইল পলিশ, রকি হ্যান্ডসাম, হিচকি, হ্যাপি জার্নি, রিস্ক, প্রহার, উংলি, ব্যাঙ্গিস্তান, কামিনে, স্টানলে কা ডাব্বা। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com