বুধবার, ২৬ জুন ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আরও এক বছর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকছেন তোফাজ্জল রাশিয়া-চীন-ভারতসহ উন্নত দেশ থেকে সমরাস্ত্র কেনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি

টিসিবি পণ্য : ২৪ ডিলারের মধ্যে বিক্রি করছেন মাত্র দু’জন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৯৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামে টিসিবির সকল ডিলার পণ্য উত্তোলন না করায় সরকারের দেয়া ন্যায্যমূল্যে পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। টিসিবির দেয়া পাঁচটি পণ্য ডিলাররা বিক্রি শুরু করলেও প্রতিবারের মতো এবারো অগোছালো আর অব্যবস্থাপনায় চলছে পণ্যবিক্রি। জেলার ২৪ জন ডিলারের মধ্যে মাত্র ২ জন ডিলার পণ্য উত্তোলন করেছেন।

সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য রমজান মাসে স্থানীয় বাজারের নিত্য প্রয়োজনী পণ্যের দাম ঠিক রাখতে সরকার ভর্তুকি দিয়ে ৫টি পণ্য খোলাবাজারে বিক্রি শুরু করেছে। কুড়িগ্রামেও শুরু হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেই কার্যক্রম। তেল, চিনি, খেজুর, ছোলা এবং ডাল বিক্রয় করেছে প্রতিষ্ঠানটি। টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। এ পণ্যগুলো টিসিবির ট্রাক ও নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে কেনার কথা থাকলেও জেলার শুধুমাত্র দু’জন ডিলার ট্রাকে করে পণ্য বিক্রি করছে।

গত বছরের তুলনায় ভোক্তাদের জন্য কম দরে এ বছর প্রতি কেজি চিনি ৪৭ টাকা, মসুর ডাল ৪৪ টাকা এবং সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৬০ টাকা এবং খেজুর ১৩৫টাকা দরে বিক্রি হচ্ছে। টিসিবি’র ট্রাক থেকে প্রতিদিন চিনি চারশ কেজি, মসুর ডাল তিনশ কেজি, ছোলা তিনশ কেজি, খেজুর ৩০ কেজি, তেল পাঁচশ লিটার বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি করে চিনি ও মসুর, ছোলা, ডাল, তেল ০৫ লিটার এবং খেজুর ০১ কেজি করে নিতে পারবে। কিন্তু সে নিয়ম না মেনেই খেজুর আধা কেজি এবং অন্যান্য পণ্যের সঙ্গে ডিলার তেল বাধ্যতামূলক করায় অনেকেই পণ্য ক্রয় করতে বিমুখ হচ্ছেন।

এছাড়াও খেজুরের মান নিয়েও রয়েছে ক্রেতাদের মাঝে প্রশ্ন। প্রচার প্রচারণা না থাকায় সাধারণ মানুষ জানেনই না জেলায় টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

টিসিবির পণ্য কিনতে আসা বুলেট, মজিবর, আকবর আলী ও শহিদ আলী জানান, জেলা প্রশাসক কার্যালয়ে টিসিবির মাল বিক্রি হওয়ায় অনেক মানুষই জানে না এখানে কম দরে পণ্য পাওয়া যাচ্ছে। এখানে বিক্রি হওয়ায় যাদের প্রয়োজন তারা না পেয়ে পাচ্ছেন সামর্থ্যবান মানুষ। ডিসি অফিসের স্টাফসহ উকিলরা এখান থেকে মাল কিনছেন।

তারা আরো অভিযোগ করে বলেন, ব্যানারে এক কেজি করে খেজুর দেয়ার কথা। তা না দিয়ে আধা কেজি করে দিচ্ছে। এছাড়াও ডিলার বাধ্যতামূলক তেল কিনতে বলায় অনেকেই ফেরত যাচ্ছেন।

টিসিবির ডিলার শাহিন জনসম্মুখে পণ্য বিক্রি না করার ব্যাপারে বলেন, মানুষজন জানেন এখানে বিক্রি হয় তাই একটি নির্দিষ্ট জায়গায় পণ্য বিক্রি হচ্ছে।

তেল বাধ্যতামূলক করা সম্পর্কে তিনি বলেন, বরাদ্দ বেশি থাকায় এই ব্যবস্থা। আর খেজুরের মান সঠিক রয়েছে দাবি ডিলারের।

পৌরবাজারের খুচরা ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, বর্তমান বাজারে ছোলা ৭০ টাকা, চিনি ৫২ টাকা,মসুর ডাল মাঝারি ৬০ টাকা, চিকন ডাল ৯৫ টাকা এবং খোলা তেল ৮০ এবং বোতলজাত তেল ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির পণ্য বিক্রি হচ্ছে কিনা আমার জানা নেই।

জেলা প্রশাসক সূত্রে জানাযায়, কুড়িগ্রামে টিসিবির ২৪ জন ডিলার রয়েছেন। এরমধ্যে সদর উপজেলায় ২ জন, উলিুপর-নাগেশ্বরী-চিলমারীতে ০১ জন করে, রাজারহাট-ভূরুঙ্গামারীতে ৩ জন করে, ফুলবাড়িতে ৬ জন এবং রৌমারীতে ৭ জন ডিলার রয়েছেন।

জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, এখন পর্যন্ত ২ জন ডিলার টিসিবি পণ্য বিক্রি করছেন। আর বাকি ডিলাররা এখনো পণ্য উত্তোলন না করায় তাদের কার্যক্রম শুরু করেননি।

টিসিবির পণ্য সঠিকভাবে বিতরণ করার বিষয়ে তিনি বলেন, মনিটরিং ব্যবস্থা জোরদার করে সরকারের দেয়া টিসিবির পণ্য যেন সাধারণ মানুষ ভোগ করতে পারেন সেই উদ্যোগ নেয়া হবে।

বাংলা৭১নিউজ/এলএ.এফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com