বর্ষার মৌসুম শুরু হলেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা সুনামগঞ্জে ঘুরতে আসেন। কিন্তু দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সবগুলো পর্যটন স্পটে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে হাওরে পানি বেড়ে গেলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, নিলাদ্রী শহীদ সিরাজ লেক, যাদুকাটা নদী, শিমুলবাগান এবং বারিকের টিলাসহ বিভিন্ন স্পটে ঘুরতে আসেন ।
কিন্তু দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই অংশ হিসেবে আজ তাহিরপুরের নৌকাঘাটসহ বিভিন্ন জায়গায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌকার মালিক ও চালকদের অনুরোধ করা হয় ভ্রমণকারীদের নিয়ে পর্যটন স্পটে না যেতে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, আজকে প্রথম দিন তাই সচেতন করা হয়েছে সেইসঙ্গে অনেক পর্যটকের নৌকা ও গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই আদেশ না মানলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. রায়হান কবীর বলেন, ‘দেশব্যাপী সরকার ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে তাহিরপুরের নৌকার মালিক-চালকদের সচেতন করতে আজকে সর্তকতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
কারণ বর্ষার মৌসুম এলেই দেখা গেছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণকারীরা টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরে ঘুরতে আসেন। তাদের নিরুৎসাহী করতে এই অভিযান পরিচালনা করা হয়। সেইসঙ্গে আজকে অনেক গাড়ি এবং নৌকার পর্যটকদের তাহিরপুর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘আজকে সচেতনতামূলক অভিযান তাই কোনো জরিমানা করা হয়নি। পরের বার থেকে কঠোরভাবে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলা৭১নিউজ/এসএন