বাংলা৭১নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মাদকের টাকা না পেয়ে নিজের মা ও এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে বখাটে যুবক। এ ঘটনায় ঘাতক মিরাজ হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।
আজ সকালে আউশনারা ইউনিয়নের হলুদিয়া কইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম।
নিহতরা হলেন মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া কইয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মিনারা বেগম ও প্রতিবেশী হাবেজ আলীর ছেলে আকবর হোসেন (৫০)।
এসপি মাহবুব আলম বলেন, মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া কইয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২৫) দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। আজ (সোমবার) সকালে মাদকসেবনের জন্য মিরাজ তার মা মিনারা বেগমের কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে রাগান্বিত হয়ে মিরাজ তার মা মিনারা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার চিৎকারে প্রতিবেশী আকবর হোসেন এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকেও মিরাজ এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
বাংলা৭১নিউজ/এম