বাংলাদেশের বিপক্ষে ২৮৭ রানের টার্গেটে নেমে বিপর্যয়ে শ্রীলংকা। মাঠে নেমেই শরীফুলের প্রথম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন আভিস্কা ফার্নান্ডো।
এরপর তাসকিনের বলে আউট হলেন কুশল মেন্ডিস। পঞ্চম ওভারের প্রথম বলেই মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন কুশল মেন্ডিস।
পরের ওভারেই আরেকটি উইকেট পান শরীফুল। ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছেন সাদিরা সামারাবিক্রমা।
এ পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেটে ৮২ রান করেছে দলটি।
এর আগে হৃদয়ের ৫ ছক্কার হার না মানা ৯৬ রানের ইনিংসে ভর করেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে গেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মতোই টস হেরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রথমে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ