বাংলা৭১নিউজ, ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ড্যারেন স্যামি-সাব্বির রহমানদের দল রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংস। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
লিগ পর্বে উভয় দলেরই এটি শেষ ম্যাচ। শেষ চারের আশা টিকিয়ে রাখতে হলে রাজশাহীর জন্য এটি ‘ডু অর ডাই’ ম্যাচ। এটি হারলেই তাদের বিদায় নিশ্চিত। তবে, জিতলে যে শেষ চার নিশ্চিত সেটা না। এজন্য তাদের আগামীকালের দুইটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।
অন্যদিকে, চিটাগং ভাইকিংসের জন্যও এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জিতলে তাদের শেষ চার নিশ্চিত হবে। তবে, রাজশাহীর কাছে তারা যদি একটু বেশি ব্যবধানে হেরে যায় তাহলে তাদের বাদ পড়ার শঙ্কা থেকে যাবে।
এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ছয়টিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে চিটাগং ভাইকিংস। আর ১১ ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে আছে রাজশাহী কিংস।
চিটাগং ভাইকিংসের বিপক্ষে এর আগেরবারের দেখায় ১৯ রানে হেরেছিল রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটিতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করেছিল চিটাগং ভাইকিংস। পরে রাজশাহী কিংস নয় উইকেট হারিয়ে ১৭১ রান করেছিলো।
চিটাগং ভাইকিংস একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ক্রিস গেইল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), জহুরুল ইসলাম, মোহাম্মদ নবী, শোয়েব মালিক, জাকির হাসান, ইমরান খান জুনিয়র, সাকলাইন সজিব, শুভাশিস রায়,তাসকিন আহমেদ।
রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সাব্বির রহমান, সমিত প্যাটেল, আফিফ হোসেন, জেমস ফ্র্যাঙ্কলিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, কেজরিক উইলিয়ামস।
বাংলা৭১নিউজ/এম