বাংলা৭১নিউজ, ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ফের টস জিতলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে তিনি আবার বেছে নিলেন বোলিং।
বাংলাদেশের একাদশ পরির্বতন এসেছে একটি। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তার বদলি হিসেবে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড দলেও পরিবর্তন এসেছে একটি। চোট পেয়ে ছিটকে গেছেন লুক রনকি। তার বদলে ডাক পাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেলের অভিষেক হচ্ছে আজ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
বাংলা৭১নিউজ/এন