বাংলা৭১নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি:
ঝুঁকিপূর্ণ বসতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না এবং এ ক্ষেত্রে যেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাসে বাটালিহিল পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দুর্যোগের আগে বার বার সতর্ক করা হলেও পাহাড়ে পাদদেশে বসবাসকারীরা বাড়ি-ঘর ছেড়ে যায়নি বলেই এত ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘একজন জনপ্রতিনিধির প্রথম দায়িত্ব হচ্ছে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারী মানুষদের সরিয়ে নেওয়া। আপনারা এটাকে বলেন উচ্ছেদ, কিন্তু আমি বলবো উদ্ধার। উদ্ধারের জন্য প্রয়োজন হলে বলপ্রয়োগ করেও তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিতে হবে। এ ধরনের দুর্যোগ যে আগামী বছর হবে না তা আমরা হলফ করে বলতে পারি না। এ দুর্যোগের জন্য আমি দায়ী করবো অপরিকল্পিত বসতি ও আমাদের মানসিকতা। নগরীতে জলাবদ্ধতা দূর করতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে।’
এসময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য আফসারুল আমিন।
বাংলা৭১নিউজ/জেএস