মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে : মির্জা আব্বাস সাংবাদিক মোল্লা জালাল গ্রেফতার ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত বেড়ে ৩ ভৌগোলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৫৭ মামলা, ৬৬ লাখ টাকা জরিমানা জুবায়েরপন্থিদের এই সমাবেশ রাজনৈতিক শোডাউন, মন্তব্য সাদপন্থিদের গুম কমিশনে ১৬০০’র বেশি অভিযোগ জমা পড়েছে খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন ২০ নভেম্বর অধ্যক্ষের পদত্যাগ দাবিতে রংপুর মেডিক্যাল কলেজে কর্মবিরতি, রোগীদের ভোগান্তি রাজধানীতে পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু বাংলাদেশিদের নিয়ে ফের তোপ দাগলেন নরেন্দ্র মোদি এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল: নাহিদ সেনাবাহিনীর অভিযানে ২২ লাখ টাকা, মাদকসহ গ্রেপ্তার ৭৪ স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর সোহেল গ্রেফতার ১০ মাসে বেড়েছে ৭ বার, আবারও গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলনে আলেম-ওলামাদের ঢল যুক্তরাষ্ট্রের নির্বাচন আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

ঝিনাইদহে বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ১৩

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে টিসিবির স্লিপ বিতরণ ও এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আটক হননি।

স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ মন্ডল ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এই পণ্যের স্লিপ নিজেদের সমর্থকদের দেওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন।

সদর হাসপাতালে ভর্তি সন্তোষ মন্ডলের সমর্থক বিএনপি কর্মী রোকনুজ্জামান বলেন, ৫ আগস্টের পর থেকে আমিরুল মন্ডল তার লোকজনের নিয়ে এলাকার বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে আসছেন। সন্তেষ মন্ডল ও আমরা প্রায়ই বাধা দিই। এ নিয়েই আজকের মারামারি। তবে তিনি টিসিবির স্লিপ বিতরণ নিয়ে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেন।

ত্রিবেনী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল মন্ডল বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ সঠিক না। মূলত সন্তোষ মন্ডল আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাকে নিষেধ করেছি অনেকবার। কিন্তু শোনেননি। এতে ক্ষিপ্ত হয়ে সমর্থকরা হামলা করেছে।’

তিনি আরও বলেন, টিসিবির স্লিপ নিয়ে কোনো ঝামেলা নেই। তবে সন্তোষ মন্ডল কৌশলে ১২৫টি কার্ড ম্যানেজ করে তার লোকজনকে দিয়েছেন।

এ বিষয়ে জানতে পদমদী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ মন্ডলকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, টিসিবির স্লিপ ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায়ও কেউ অভিযোগ দেননি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন জানান, সদর হাসপাতালে আসা ছয়জনের মধ্যে কারও শরীরে ধারালো অস্ত্রের আঘাত এবং কারও শরীরে পেটানোর চিহ্ন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com