সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বিআরটিএ’র ৭ আহ্বান ‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

ঝালকাঠি-বরিশালসহ ৮ রুটে বাস চলাচল বন্ধ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঝালকাঠি প্রতিনিধি: অবৈধ বাস টার্মিনাল বন্ধে প্রশাসনের নির্দেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠি বাস মালিক সমিতি।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ঝালকাঠি জেলা সড়ক বিভাগ হয়ে বরিশাল, পিরোজপুর, বাগেরহাটসহ ৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
ঝালকাঠির বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান, গত ডিসেম্বর থেকে ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করছেন তারা। এ অবস্থায় বার বার সমস্যা সমাধানে উদ্যোগ নেয় বিভাগীয় প্রশাসন।
সর্বশেষ গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বরিশাল-ঝালকাঠিসহ চার মলিক সিমিতির মধ্যে সমঝোতা বৈঠক হয় ও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
ঝালকাঠি মালিক সমিতির অভিযোগ, ওই বৈঠকের সিদ্ধানই অমান্য করে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটা রুটে চলতে দেওয়া হচ্ছে না। তাই এ বিষয়ে আগে থেকেই বরিশালের রুপাতলীস্থ মিনিবাস মালিক সমিতিকে বলা হচ্ছিল এবং ৩১ জুলাইয়ের মধ্যে বিষয়টি সমাধানের একটি আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু বরিশাল কোনো উদ্যোগ না নিলে বুধবার সকাল থেকে রুপাতলী থেকে ঝালকাঠিসহ আট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন জেলা মালিক সমিতি এবং আগের মতো রূপাতলী থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ঝালকাঠি সড়ক বিভাগের শুরুতে রায়াপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে আট রুটে বাস চলাচল শুরু করে।
দুপুরের পরে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এবং নলছিটি থানার পুলিশ গিয়ে রায়াপুরের ওই অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দেয় এবং বাস ছাড়তে হলে বরিশালের রূপাতলী থেকে ছাড়তে হবে জানিয়ে দেয়।
এরপর থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা আটটি রুটে তাদের বাস চলাচল বন্ধ করে দেন। যা বৃহস্পতিবার  ও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।
এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, রায়াপুরে আইনত কোনো বাস টার্মিনাল নেই। সেখানে গাড়ি থামানো যাবে না। বাস ছাড়তে হলে ঝালকাঠি বাস টার্মিনাল থেকে রূপাতলী পর্যন্ত যেতে হবে। আমরা বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনার স্যারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবো।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছেন বিপাকে তারা বাড়তি ভাড়ায় বিকল্প পরিবহনে এ সড়ক দিয়ে গন্তব্যে যাওয়া আসা করছেন।

বাংলা৭১নিউজ/এসবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com