বাংলা৭১নিউজ, মোঃ আবু মুসা, জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জয়পুরহাট ২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বুধবার দুপুরে জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক, মোঃ জাকির হোসেনের হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সংবাদিকের উদ্দেশ্যে বলেন জয়পুরহাট ২ আসন আমি মনোনয়ন পত্র নিয়েছি আজ তা জমা দিলাম।
নির্বাচন কে করবে আর কে করবেনা সেটা জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ ঠিক করবে। তবে প্রাথমিক ভাবে আমাকে চুড়ান্ত প্রার্থী হিসেবে দল মনোনীত করেছে। আমি সকলের দোয়া ও আর্শীরবাদ কামনা করছি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করে হলেও আমি এ আসনটি বেগম জিয়া এবং তারেক রহমানকে উপহার দিব ইনশআল্লাহ।
বাংলা৭১নিউজ/জেএস