শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

জয়পুরহাটে তাইওয়ানের তরমুজ চাষে সফলতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসাবে পরিচিত ও বরেন্দ্র ভূমি হিসেবে খ্যাত জয়পুরহাটে এবার তাইওয়ানের গোল্ডেন ক্রাউন জাতের হলুদ রংয়ের তরমুজ চাষে সফলতা অর্জন করেছেন স্থানীয় এক বর্গাচাষী এনামুল হক। বর্তমান তার জমিতে ছোট-বড় কয়েক শত তরমুজ গাছের ডগায় ডগায় ঝুলছে

বিদেশি তরমুজ চাষী এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, কালাই উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর দিকে উদয়পুর ইউনিয়নের বহুতিদর্গাপাড়া গ্রামের বর্গা চাষী এনামুল হক নিজস্ব উদ্দ্যোগে ৩৩ শতাংশ উচু জমিতে বিদেশি তাইওয়ানের গোল্ডেন ক্রাউন জাতের হলুদ রংয়ের তরমুজ চাষ করেন। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আবহাওয়া তরমুজ চাষের উপযোগী হলেও উষ্ণ অঞ্চল হওয়ায় এ উপজেলায় কোথাও রসালো ফল তরমুজের চাষ হয় না। 

বরেন্দ্রভূমি হিসেবে খ্যাত কালাইয়ে এ প্রথম বিদেশী তরমুজ চাষ করে সফল কৃষকের খাতায় নাম লিখিয়েছেন এনামুল হক। আধুনিক পদ্ধতিতে ১ হাজার ৩ শতটি বিদেশি তাইওয়ানের গোল্ডেন ক্রাউন জাতের তরমুজের বীজ রোপণ করেন ২৪ জুন । অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে নয়ন জুড়ানো ছোট-বড় কয়েক শত তরমুজ এখন ডগায় ডগায় ঝুলে আছে। বিষ ও ফরমালিন মুক্ত পুষ্টিগুন সমৃদ্ধ তরমুজ গুলোর রং হলুদ, খেতে সু-স্বাদ, দেখতে আকর্ষণীয় ও চাহিদা বেশি এবং লাভজনক হওয়ায় এ জাতের তরমুজ দেখতে ক্ষেতে ভিড় করেন অনেকেই। অসময়ের এ তরমুজ বাজারে বিক্রি হচ্ছে ১শ টাকা কেজি। তরমুজ চাষী এনামুল হক বলেন, ৩৩ শতাংশ জমি বর্গা নিয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শে ২২টি বেড করে মাটির সঠিক আর্দ্রতা ধরে রাখতে মালচিং পেপার দিয়ে ঢেকে রাখি। এরপর জুন মাসের ২৪ তারিখে ১৮ ইঞ্চি পর পর বিদেশী তাইওয়ানের গোল্ডেন ক্রাউন জাতের হলুদ রংয়ের তরমুজের বীজ রোপণ করি। বীজ রোপণের ৩৫ দিনের মধ্যে গাছ মাচায় উঠে যায়। 

৪০ দিনের মধ্যে গাছে প্রচুর ফুল ও কুড়ি আসে। তারপর ৭৫ দিনের পরিপক্ক হয়ে মাচায় ডগায় ডগায় ঝুলে পড়ে তরমুজ। বর্তমানে আড়াই থেকে তিন কেজি ওজনের প্রায় ২ হাজার ৪ শত তরমুজ রয়েছে। তরমুজের ভিতরে লাল, রসালো আর খেতে মিষ্টি ও খুব সু-স্বাদ। বাজারে ব্যাপক চাহিদা থাকায় এ মাসেই সব তরমুজ বিক্রি হবে। তরমুজ চাষে প্রায় ২২ হাজার টাকা খরচ হলেও দাম ভাল থাকায় প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা বিক্রি করবেন এমন প্রত্যাশার কথা জানান এনামুল হক।

স্থানীয় কৃষক নুরুল মিয়া ও আব্দুল খালেক জানান, অসময়ে তরমুজ চাষ দেখে অনেকেই লোকসানের কথা চিন্তা করলেও তরমুজ চাষ করে অতিরিক্ত ফলন পাওয়া ও স্বাদ ভালো হাওয়ায় এখন অনেকেই আগ্রহ ভরে পরামর্শ নিতে আসছেন। এনামুলের মতো তারাও এখন ভাবছেন, ঐ তরমুজের চাষ করবেন। বিদেশি তরমুজ চাষের খবরে অন্য এলাকা থেকে লোকজন আসছেন এক নজর দেখার জন্য। আবার কেউ তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। 

উদয়পুর ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান জেবা বলেন, এ উপজেলার কৃষকেরা ধান ও আলুর চাষ করতে বেশী অগ্রহী। ধান ও আলুর চাষাবাদ ছাড়াও অনেক ধরণের ফল চাষ করে অধিক লাভবান হওয়া যায় সেই চেষ্টাই আমরা এলাকায় একটি আধুনিক তরমুজ চাষ সৃষ্টি করেছি। সেই তরমুজ চাষ করে বর্তমান আমরা সফল হয়েছি। সেই সঙ্গে ঐ তরমুজ নিয়ে এলাকার সকল কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এ তরমুজ চাষে উপজেলা কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানান নুসরাত জাহান জেবা।

বাংলা৭১নিউজ্/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com