অপরিশোধিত জ্বালানি তেলের বিশ্ববাজার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া ও সৌদি আরব একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
শনিবার (১৯ ডিসেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে আলেকজান্ডার জানান, বাজার এখনও স্বাভাবিক হয়নি। বৈশ্বিক পর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা এখনও করোনা মহামারির আগের অবস্থার চেয়ে দৈনিক ৬০ থেকে ৭০ লাখ ব্যারেল কম রয়েছে। এই সংকটকালে জ্বালানি তেলের উত্তোলন বাজার চাহিদা মেটাতে অবশ্যই ওপেক প্লাস শর্ত মেনে চলবে সৌদি-রাশিয়া।
করোনার আগে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক চাহিদা ছিল ১০ কোটি ব্যারেল।
এ প্রসঙ্গে সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের আগে আমরা যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার করতাম বর্তমানে সে তুলনায় চাহিদা এখনও অনেক কম রয়েছে। তবে, করোনার টিকা প্রয়োগের সুফল দেখা দিলে জ্বালানি তেলের চাহিদাও বাড়বে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের টিকা সকলের কাছে পৌঁছে দেওয়া হলে ও তা মানুষের শরীরে কার্যকর হলেই কেবল অর্থনীতিতে গতি আসবে। কারণ, সে সময় বিমান চলাচল স্বাভাবিক হবে। আর এতে ৪০ থেকে ৫০ ব্যারেল জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে বলেও জানান তিনি।
করোনার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমতে থাকায় বর্তমানে এই দশকের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে রয়েছে সৌদির অর্থনীতি।
বাংলা৭১নিউজ/এমএস