শেরপুরের নালিতাবাড়ীতে ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের (ছেলে শিশু) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে কেউ মরদেহ দুটি ব্রিজের নিচে ফেলে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টার দিকে কলসপাড় ইউনিয়নের খরাঘাট ব্রিজের নিচে জাল দিয়ে মাছ ধরছিলেন মাহফুজ নামের এক জেলে।জালে একটি কাগজের কার্টন আটকে যায়। মাহফুজ কার্টনটি ডাঙায় ছুড়ে মারেন। এসময় কার্টন ছিঁড়ে গিলে শিশুর মাথা বেরিয়ে আসে। পরে কার্টন খুলে দুটি ছেলেশিশুর মরদেহ দেখা যায়।
খবর পেয়ে কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি নালিতাবাড়ী থানা পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/বিএফ