গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্ম হচ্ছে ই-মেইল। বিশেষ করে অফিসিয়াল যত বার্তা আদান-প্রদান সবকিছু ই-মেইলেই করতে হচ্ছে। এক্ষেত্রে গুগলের জি-মেইল ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে এখন সবচেয়ে বেশি।
ব্যক্তিগত বা অফিসিয়াল কাজে বেশিরভাগ সময়ই জি-মেইল ব্যবহার করছেন। তবে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড বারবার পরিবর্তন করে ঝামেলায় পড়েন অনেকেই। কারণ ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করায় নতুন পাসওয়ার্ডটি মনে রাখতে পারেন না। যদি এমন ঝামেলায় পড়েন তাহলে কয়েকটি উপায়ে জি-মেইল অ্যাকাউন্ট ফের লগইন করতে পারবেন।
জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে এবং রিকভারি ই-মেইল বা ফোন নম্বরের মাধ্যমে খুব সহজেই কাজটি করা যায়। তবে যদি এর কোনোটিই আপনার কাছে না থাকে তারপরও জি-মেইল অ্যাকাউন্টের অ্যাক্সেস পুনরুদ্ধার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-
>> প্রথমে ‘গুগল অ্যাকাউন্ট রিকভারি’ অপশনে যেতে হবে।
>> এখানে জি-মেইল আইডি বা আপনার নাম লিখুন।
>> এরপর ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।
>> পরবর্তী স্ক্রিনে ৩টি বিকল্প অপশন দেখতে পাবেন। একটি ‘এন্টার ইওর পাসওয়ার্ড’, ‘গেট ভেরিভিকেশন ই-মেইল অন রিকভারি ই-মেইল’ এবং ‘ট্রাই এনাদার ওয়ে টু সাইন ইন’।
>> এর মধ্যে থেকে ‘ট্রাই এনাদার ওয়ে টু সাইন ইন’ অপশনে ক্লিক করুন।
>> এখন যে ডিভাইসে এরই মধ্যে ব্যবহারকারী লগইন করেছেন সেখানে একটি মেসেজ পাবেন।
>> এভাবে আসলে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। এবার ‘ইয়েস,ইটস মি’ অপশনে ক্লিক করুন।
>> এখন খুব সহজেই জি-মেইল অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বাংলা৭১নিউজ/এসএইচ