শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা মামলা প্রত্যাহার হলে রোডম্যাপ নিয়ে কথা হবে: ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ৩৬তম শাহাদাৎ বার্ষিকীতে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ সকাল ১১টা ২৫ মিনিটে জিয়ার মাজারে ফুল দেন তিনি।

এসময় সেখানে জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন খালেদা জিয়া ও দলীয় নেতৃবৃন্দ।

এরপর চাল-ডাল, শাড়ি-লুঙ্গি, চিনি-ছোলাসহ ইফতার সমগ্রি বিতরণের জন্য ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে যান খালেদা জিয়া। সেখানে এসব বিতরণ কার্যক্রম শুরু করেন। এরকমভাবে ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি স্পটে এসব বিতরণ করবেন খালেদা জিয়া।

মাজারে ফুল দেয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের পর ইসির রোডম্যাপ নিয়ে কথা হবে।

তিনি বলেন, দেশে এখন কোনো নির্বাচনের পরিবেশ নেই। এ অবস্থায় নির্বাচনের জন্য ইসি যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে সম্পর্কে বলতে গিয়ে ফখরুল বলেন, আগে তো রোড হতে হবে, তারপর ম্যাপ।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতে দেবে না। তাই, এবারের নির্বাচন সব দলের অংশগ্রহণে অর্থবহ একটি এক্সক্লুসিভ নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, জিয়ার শাহাদৎ বার্ষিকীর এই দিনে আমাদের শপথ, হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে বিএনপি চেয়ারমপারসন খালেদার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসিচব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com