বাংলা৭১নিউজ,জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় গলায় চাদর পেঁচিয়ে এক অটোচালক নিহত হয়েছেন। নিহত অটোচালকের নাম খোরশেদ আলম (৩০)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর থানা মোড়ে প্রতিভা কিন্ডার গার্টেনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মর্তার (ওসি) দ্বীন-ই আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোচালক খোরশেদ আলম তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে ইসলামপুর থানার মোড় থেকে দুরমুটের উদ্দেশে রওনা হন। থানা মোড় থেকে প্রতিভা কিন্ডার গার্টেনের সামনে উপজেলা পরিষদের গেটে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় খোরশেদের নিজের গায়ের চাদর চাকার সঙ্গে পেঁচিয়ে তার গলায় ফাঁসি লেগে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা নেমে অটোরিকশাটি নিয়ন্ত্রণে আনেন।
পরে অটোচালক খোরশেদকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এম