বাংলা৭১নিউজ, সাভার: কুমিল্লা ভিক্টেরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তীক গেটের সামনে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন । এসময় প্রায় আট জনকে আটক করা হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তীক গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সকাল ছয়টা থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে প্রগতিশীল ছাত্রজোট। এসময় মহাসড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ায় পুলিশ সাড়ে আটটার দিকে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার কেড়ে নিলে তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় পুলিশের লাঠিপেটায় প্রগতিশীল ছাত্রজোটের অন্তত ২০ জন আহত হয়। আটক করা হয় প্রায় আটজনকে । ঢাকা আরিচা মহাসড়কে যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে।
নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ঢাকা আরিচা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলা৭১নিউজ/এসকে