সোমবার, ১৭ জুন ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতা: নেপালের বিপক্ষে নড়বড়ে পুঁজি টাইগারদের ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির কোরবানির গরু ছিটকে নদীতে, আনতে গিয়ে ডুবে প্রাণ গেলো কৃষকের সীতাকুণ্ডে গঙ্গাস্নানে নেমে দুই শিশুর মৃত্যু শেষ দিনে গরু কিনতে ক্রেতাদের ঢল, দামও বেশি ব্যবসায়ীর চুরি যাওয়া ৪৬ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল রাস্তার ওপর তিস্তার পানি, যোগাযোগবিচ্ছিন্ন সিকিম-কালিম্পং বরিশালের সড়কে ঝরল ৪ প্রাণ গাজার দক্ষিণাঞ্চলে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা ইসরায়েলের সেন্টমার্টিন নিয়ে ফখরুলের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: কাদের ৬ ঘণ্টায় বর্জ্য ব্যবস্থাপনায় প্রস্তুত ডিএনসিসি এক রাতের ব্যবধানে আদার দাম কেজিতে বাড়লো ১২০ টাকা মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার : রিজভী আসুন ত্যাগের মহিমায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি : প্রধানমন্ত্রী শেষ সময়েও চাহিদায় ‘ছোট গরু’, বড় গরুর পাইকার বললেন ‘টেনশনে আছি’

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সিলেট অফিস: লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। আজ সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইমজা’র সদস্যরা ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠন ও নাগরিক সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি মুক্তমতের চর্চা ও মুক্তবুদ্ধির চর্চার উপর হামলা। ফলে এর প্রতিবাদে সকলকে সোচ্ছার হওয়া উচিত। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত চলছে তাও সকলের প্রচেষ্ঠায় রুখে দিতে হবে।
বক্তারা জাফর ইকবালের উপর হামলা মামলার দ্রুত নিষ্পত্তির জানিয়ে বলেন, এই হামলার পেছনে কারা রয়েছে। তাদেরও খুঁজে বের করতে হবে। অন্যথায় এ ধরণের হামলার ঘটনা ঠেকানো যাবে না।
ইমজা’র সভাপতি আশরাফুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু’র সঞ্চালনায় এসময় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজা’র প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ দাস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দাস, ইমজা’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম শাহ।
নাগরিক আন্দোলনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন), সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম এবং হাওর, পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ও স্থপতি রাজন দাশ।
মানববন্ধনে সাংবাদিক নেতাদের মধ্যে অংশ নেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ নাসির, দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, ইমজা’র সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সহ-সভাপতি এস আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, মঈন উদ্দিন মনজু, লিটন চৌধুরী, বর্তমান সহ-সভাপতি আনিস আহমদ, কোষাধ্যক্ষ এফএ মুন্না, প্রচার সম্পাদক হোসাইন আহমদ সুজাত, ক্রীড়া সম্পাদক শফি আহমদ, সদস্য নিরানন্দ পাল, নাজমুল কবির পাভেল প্রমুখ। এছাড়া সিলেটে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধনে অংশ নেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com