বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি:“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির আয়োজনে ডিসি চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা ও জয়পুরহাট জেলা দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান বেগম মমতাজ পারভীন, জেলা প্রশাসক মোকাম্মেল হক, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সহকারী জজ মোহাম্মদ শেখ সাদী । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস