গ্যালারি কায়ায় সমকালীন ১০ জন শিল্পীর জলরঙের চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে ওয়াটার রাইমস থ্রি শিরোনামের প্রদর্শনী। এতে স্থান পেয়েছে শিল্পীদের আঁকা ৪৫টি চিত্রকর্ম।
এই প্রদর্শনীর সব ছবি আঁকা একটিই মাধ্যমে। সেটি জলরঙ। অংশও নিয়েছেন জলরঙে বিশেষভাবে পারদর্শিতার ছাপ রাখা দশ শিল্পী। প্রত্যেকেই চেষ্টা করেছেন নিজের স্বাক্ষরের মতো শিল্পকর্মটি যেনো উজ্জ্বল হয়ে ওঠে দেয়ালে, তাঁর পরিচয়সহ।
চিত্রশিল্পী আনিসুজ্জামান জানান, “জলরঙকে বলা হয় শিল্পীর প্রাথমিক মাধ্যম। জল ও রঙের ঘনত্ব নিয়ন্ত্রণে কাগজে বা ক্যানভাসে শিল্পীকে বেগ পেতে হয় বলে অনেকে মনে করেন এটিই কঠিনতম মাধ্যম চিত্রশিল্পের। এই প্রদর্শনীর শিল্পীদের প্রায় সকলেরই প্রিয় মাধ্যম জলরঙ। ”
চিত্রশিল্পিী শাহনুর মামুন বলেন, “ওয়াটার রাইমস থ্রি শিরোনামের এ প্রদর্শনীর আগে শুধুমাত্র জলরঙে আঁকা শিল্পকর্ম নিয়ে ওয়াটার রাইমস ওয়ান ও টু আয়োজন করেছে গ্যালারী কায়া। বরাবরের মতোই এ গ্যালারির এ প্রদর্শনীতেও পৃষ্ঠপোষকতা করেছে এডিএন গ্রুপ। ”
স্বত্ত্বাধিকারী গ্যালারী কায়া গৌতম চক্রবর্তী জানান, “নবীন চিত্রশিল্পীদের তুলির কারসাজিতে দ্রষ্টাকে অন্য ভূবনে নিয়ে যেতে চাওয়া চিত্রকর্মগুলোর প্রদর্শনী চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।”
– See more at: http://independent24.tv/2016/04/18/%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%99%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%9f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f/#sthash.VJveTH8L.dpuf