রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজামণ্ডপে ব্যাগ-পোটলা নিয়ে প্রবেশে নিরুৎসাহিত করেছে পুলিশ সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত বিদ্যুৎ বিভাগ ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি ১৪ হাজার ৪২১ কোটি টাকা: সিপিডি ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ৭ জনের মৃত্যু খাল-বিল ভরাটের ফলেই নোয়াখালীর বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হয়েছে গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৪ আন্দোলনে আহতদের দেখতে শেখ হাসিনা বার্নে স্বাস্থ্য উপদেষ্টা পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৬ সেনা ও ৮ বিদ্রোহী নিহত ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু নেত্রকোণায় ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭ বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামীদের জন্য হচ্ছে ‘স্পেশাল লাউঞ্জ’ ‘হেলমেট বাহিনীর’ সদস্য মনিরুল অস্ত্রসহ গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার ‘সাধারণ মানুষ যাতে ইলিশ খেতে পারে, সেই চেষ্টা করতে হবে’ শেরপুরে বন্যায় ৪ মৃত্যু, নৌযানের অভাবে উদ্ধার কাজ ব্যাহত

জর্ডানে নবীজি (সা.)-এর বাণিজ্য কাফেলা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৬ বার পড়া হয়েছে

জারাশ বর্তমান জর্ডানের রাজধানী ‘আম্মান’ থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি প্রসিদ্ধ শহর। রোমান শাসনাধীন হওয়ায় তা ঐতিহাসিকরা তাকে প্রাচীন শামের অন্তর্ভুক্ত করেন। আম্মান ও ইরবিদ নগরীর মধ্যস্থলে রোমান শাসনের স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে জারাশ। শহরটি ডেকাপলিশের (Decapolis) ১০ নগরীর একেবারে দক্ষিণের নগরী।

থিয়েটার, ওভাল গেইট, কোলান্ড স্ট্রিটসহ প্রায় ১২টির মতো রোমান স্থাপত্য আছে এখানে।  

আল-হামাভি নগরীটির বর্ণনা এভাবে দিয়েছেন, ‘জারাশ একটি বড় নগরী; অথচ এখন তা পরিত্যক্ত! একজন প্রত্যক্ষকারী আমাকে বলেছে যে তা এখন বিধ্বস্ত নগরী! তাতে পুরনো অনেক কূপ আছে; তার বুকচিরে বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে নদীর প্রবাহ। বালাকা ও হাওরান এলাকার কালো পাহাড়ের পূর্ব পাশে শহরটির অবস্থান। এখানে অনেক পাহাড় ও গ্রাম আছে, সবটিকে ‘জাবালু জারাশ’ বলা হয়। (মুজামুল বুলদান)

বর্তমান জারাশ ও বালাকা প্রদেশের মাঝখান দিয়ে ‘জারকা’ নদী প্রবাহিত। আসলে তা নদী নয়; বরং পাহাড়ি নালা। যা মৃত সাগরে গিয়ে মিশে গেছে। জারাশ থেকে পশ্চিম দিকে খুব কম দূরত্বে-ই আছে জর্ডান নদী। মক্কা থেকে নবীজি (সা.)-এর বাণিজ্যিক কাফেলা দুুবার গিয়েছে জারাশে এবং আবার ফিরে এসেছে মক্কায়। নবীজি (সা.)-এর সে দুটি সফর ছিল সফল ও সার্থক। খাদিজা (রা.)-এর পক্ষ থেকে তিনি উত্তম বিনিময় লাভ করেছিলেন। জাবির (রা.) বলেন, ‘খাদিজা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জারাশের উদ্দেশে দুটি বাণিজ্যিক সফরে নিয়োজিত করেছিলেন; প্রত্যেক সফরে-ই তিনি তাকে একটি করে উট দিয়েছিলেন। ’ (সুনানে কুবরা লিল-বাইহাকি, হাদিস : ১০৭৫২)

অপর বর্ণনায় এসেছে, ‘খাদিজা (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জারাশের উদ্দেশ্যে পরিচালিত দুটি বাণিজ্যিক সফরে নিয়োগ করেছিলেন। ’ (মুসতাদরাক, হাদিস : ৪৭৮১)

তবে আরবে কাছাকাছি উচ্চারণে আরেকটি প্রাচীন নগরী আছে। তা হলো জুরাশ। জুরাশ ছিল ইয়েমেনের একটি পুরনো নগর। (আল-বিদায়া ওয়ান-নিহায়া)

কুরাইশদের দক্ষিণমুখী বাণিজ্যিক কাফেলার শেষ সীমানা ছিল জুরাশ। নবীজি (সা.)-এর দাদা আবদুল মুত্তালিবের সহোদর ‘মুত্তালিব’ এখানে ব্যাবসায়িক কারবার পরিচালনার সুযোগ উম্মুক্ত করেন। তিনি জুরাশে মারা গেলে এখানেই তাঁকে দাফন করা হয়। এখানকার প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতার সময় ‘কাশার’ নামক একটি পাহাড়ের নাম ‘শাকার’ নামে রূপান্তর করে দিয়েছিলেন নবীজি (সা.)।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com