বাংলা৭১নিউজ, ঢাকা: গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাসী নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রবিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপে একথা জানিয়েছেন।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতেও আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র।’ তিনি বলেন, জঙ্গিবাদের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতেও আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র।
গত শুক্রবার হলি আর্টিজান বেকারি নামের ক্যাফেতে জঙ্গি হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিকও রয়েছেন।
কেরির মাধ্যমে শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় ওবামা এই হামলার নিন্দা জানিয়ে হতাহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, ‘বারাক ওবামার পক্ষে জন কেরি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশকে যে কোনো ধরনের সহযোগিতা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে।’
‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কেরি বলেছেন, অনুসন্ধানমূলক তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।’
কেরির সঙ্গে টেলিফোন আলাপে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশের ‘কাউন্টার টেরোরিজম ইউনিট’ গঠনের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের পাশে থাকার জন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান তিনি।
ঢাকায় নজিরবিহীন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস।
তবে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, গুলশানে ক্যাফেতে হামলার পর কমান্ডো অভিযানে নিহতরা বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।
বাংলা৭১নিউজ/এমএস