বাংলা৭১নিউজ, ঢাকা: রাজধানীর পূর্ব দোলাইরপাড়ে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র্যাব। অভিযানের সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, জানুয়ারির ২৩ তারিখে নির্মাণশ্রমিক পরিচয়ে তারা ওই বাসা ভাড়া নিয়েছিল।
বুধবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদে বুধবার ভোরে অভিযান শুরু হয়। এ সময় র্যাব সদস্যরা পূর্ব দোলাইরপাড়ের ওই বাসার চারদিক ঘিরে অভিযান শুরু করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। তবে এ সময় জঙ্গিরা কোনো প্রতিরোধের চেষ্টা করেনি।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে জেএমবির আইটি শাখার প্রধান মো. আশফাক-ই-আজম রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বাংলা৭১নিউজ/আরএম