বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলা চলছে : ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: সরকার জঙ্গিবাদকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে ঘায়েলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

জঙ্গিবাদ নিয়ে রহস্যময় খেলা চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আসল রহস্য হচ্ছে এখানে ঘরোয়া জঙ্গিবাদের কথা বলে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা। জঙ্গিবাদকে মোকাবিলায় যেখানে সব রাজনৈতিক দল ও মানুষকে এক করে প্রতিহত করতে হবে, অথচ সেখানে দেখছি জঙ্গিবাদ নিয়ে কোনো কথা বলা যাবে না। উপরন্তু কোনো ঘটনা ঘটলেই বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

জঙ্গিবাদ নির্মূল করতে চাইলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এর রহস্য উদঘাটনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যারা বাংলাদেশের বিপন্ন করতে চায় তাদের মোকাবিলা করতে হবে। এখন চুপ করে বসে থাকার সময় নেই। মুখ বুজে চুপ করে থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করতে পারব না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখন স্বাধীন আছি কি না-সেটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা নেই। অর্থনৈতিক স্বাধীনতা হুমকির মুখে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো নিঃসন্দেহে জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে।’

নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার দিতে হবে, অন্যথায় দেশে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই বিভক্তি, অত্যাচার, নির্যাতন বাদ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে আলোচনা করুন।’

তিনি বলেন, ‘সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থবিরোধী, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না। কারণ দীর্ঘকাল ধরে এদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়িয়েছে।’

সরকার ক্ষমতায় টিকে রাখতে একটার পর একটা ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com