বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধিঃ খুলনার দাকোপ উপজেলায় গরু চরানোকে কেন্দ্র করে নীল উৎপল (২৮) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন প্রতিবেশী যুবক ইমন শেখ (১৯)। ঘটনার পর এলাকাবাসীর গণপিটুনিতে ইমন শেখের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার বাজুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বিকেলে বাজুয়া এসএন ডিগ্রি কলেজের মাঠে গরু চরানোকে কেন্দ্র করে কলেজের লাইব্রেরিয়ান সুকুমার রপ্তানের ছেলে নীল উৎপলের সঙ্গে একই এলাকার বাদল শেখের ছেলে ইমনের কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে ইমন ছুরি নিয়ে নীলের বাড়িতে গিয়ে তাকে ডেকে তুলে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নীলের মৃত্যু হয়। নীলের বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ইমনকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী।

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার বিকেলে নীল ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে ইমন ছুরিকাঘাত করে নীলকে হত্যা করেন। পরে এলাকাবাসী ইমনকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনারা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, ইমনকে বেলা ১১টার দিকে হাসপাতালে আনা হয়। তবে তিনি মৃত অবস্থায় ছিলেন।

বাংলা৭১নিউজ/এফএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com