সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। আনন্দ আর হৈ-হুল্লোড়ে সাগর তীরে মেতেছেন সবাই। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। হোটেল-মোটেলেও কক্ষ খালি নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিশাল সাগর, স্বচ্ছ নীল জলরাশি। মাঝে মাঝে ছোট ঢেউ আছড়ে পড়ছে সাগর তীরে। আনন্দে মেতে উঠেছেন দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। সাগরের পানিতে ছুটোছুটি আর গা ভাসিয়ে উচ্ছ্বাসের প্রকাশ। শীতল সাগরের রূপ দেখতে ছুটে এসেছেন তারা।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে সৈকতের সবকটি পয়েন্ট পর্যটকে ঠাঁসা। আর করোনার ঘরবন্দি জীবনের মুক্তি হিসেবে কক্সবাজারকেই পছন্দের স্থান হিসেবে বেছে নিয়েছেন পর্যটকরা।
পর্যটন মৌসুমে বিনোদন প্রেমীদের চাপ বাড়ায় প্রতিটি স্পটে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ, জানান কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক পিন্টু রায়।
শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন পাথুরে সৈকত ইনানী, হিমছড়ি ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও।
বাংলা৭১নিউজ/এএম