বাংলা৭১নিউজ,নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরু চোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
আজ ভোর ৪টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে প্রায়ই গরু চুরি হচ্ছে। চোরদের ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। আজ ভোর ৪টার দিকে একটি পিকআপ নিয়ে ৭-৮ জন লোক উত্তর কচ্ছবিয়া গ্রামে আসে। এলাকাবাসী টের পেয়ে চোর সন্দেহে ধাওয়া দিয়ে ছয়জনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যৃ হয়। বাকিরা পালিয়ে যায়। নিহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস