বাংলা৭১নিউজ,মাসুম সিদ্দিকী,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজকে হত্যা চেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলায় মানববন্ধন করেছে বাউফল সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার বেলা সারে ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত ক্লাস বিরতী দিয়ে কলেজ গেটের সামনে বরিশাল-কালাইয়া মহসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, প্রভাষক জহির খান ও প্রভাষক লুৎফর রহমান প্রমুখ। বক্তরা এ সময় অভিলম্বে এ ঘটনার নেপাথ্যে থাকা কলাকুশলীদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন। এ ছাড়া পূর্ব কর্মসূচী অনুযায়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একই সময়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার বিকাল তিনটার দিকে উপজেলা পরিষদের হল রুমে জাতীয় সংসদের চিফ হুইপ স্থানীয় সাংসদ আ স ম ফিরোজের সভাপতিত্বে শিক্ষা কমিটির সভা চলছিল। এ সময় চিফ হুইপকে হত্যার প্রচেষ্টার অভিযোগে পুলিশ অস্ত্রসহ আবুল বশার রনি নামের এক যুবকে আটক করেন।
বাংলা৭১নিউজ/জেএস