বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন চাষিদের আখ বিক্রয়ের টাকা তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
গতকাল (সোমবার) রাজধানীর একটি হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন প্রায় ১ লাখ চাষির কাছ থেকে আখ সংগ্রহের পর তাদের পেমেন্ট দ্রুত পৌঁছে যাবে বিকাশে। চাষিরা উৎপাদিত আখের যথাযথ মূল্য পাবেন তাদের বিকাশ অ্যাকাউন্টে এবং কোনো চার্জ ছাড়াই তা ক্যাশ আউট করতে পারবেন।
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, দীর্ঘদিন কৃষকদের একটা দাবি ছিলো যে আখের দামটা যাতে এমএফএস এর মাধ্যমে দেওয়া হয়, যাতে তারা সহজেই টাকাটা পান। এ চুক্তির মাধ্যমে আখ চাষিদের স্বচ্ছতার সঙ্গে টাকা পৌঁছে দিতে পারবো। তারাও সহজে টাকাটা পেয়ে যাবেন। ফলে এক ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ